শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ ফেব্রুয়ারী ২০২৪ ১১ : ০৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ব্যাটে যশস্বী, বলে বুমরা। প্রথমজনের দুশো রান, দ্বিতীয় জনের ৬ উইকেট। দু"জনের দাপটে দ্বিতীয় টেস্টে বেকায়দায় ইংল্যান্ড। বিশাখাপত্তনামে টেস্ট সিরিজে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ভারতের সামনে। দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ২৫৩ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৪৩ রানে পিছিয়ে স্টোকসরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। একমাত্র যশস্বী জয়েসওয়াল ছাড়া কেউ রান পায়নি। দ্বিশতরান করেন তরুণ ওপেনার। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের তালিকায় তৃতীয় যশস্বী। ২২ বছর ৩৭ দিন বয়সে টেস্টে দুশো করলেন বাঁ হাতি। শনিবার ২৭৭ বলে ২০০ রানে পৌঁছে যান। শেষমেষ ২৯০ বল খেলে ২০৯ রানে আউট হন। ইনিংসে ছিল ৭টি ছয়, ১৯টি চার। গৌতম গম্ভীরের পর ভারতের প্রথম বাঁ হাতি ব্যাটার হিসেবে দ্বিশতরান করলেন যশস্বী। মোট চতুর্থ। এই তালিকায় রয়েছেন বিনোদ কাম্বলি এবং সৌরভ গাঙ্গুলিও। যশস্বীর কাঁধে ভর করে প্রায় চারশোর কাছাকাছি রান তোলে ভারত। ৩৯৬ রানে শেষ হয়ে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ে ছারখার ইংল্যান্ড।
মাত্র ৫৫.৫ ওভার টেকে ইংল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ রান জাক ক্রলির। ২টি ছয়, ১১টি চারের সাহায্যে ৭৮ বলে ৭৬ রান করেন। প্রথম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের ওপেনিং জুটি। কিন্তু ক্রলি ফিরতেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ব্যাট হাতে যশস্বীর পর, বলে বিধ্বংসী বুমরা। একাই বিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ছয় উইকেট নেন বুমরা। তাঁর শিকার অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে এবং জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সেরা চার ব্যাটারকেই ফেরান ভারতীয় পেসার। ১৫.৫ ওভার বল করে ৪৫ রানে ৬ উইকেট তুলে নেন বুমবুম। হায়দরাবাদ টেস্টের নায়ক অলি পোপ রান পাননি। ২৩ রানে আউট হন। উইকেট ছিটকে দেন বুমরা।
কিছুটা চেষ্টা করেন স্টোকস। পুরোপুরি বাজবল স্টাইলে খেলেন ইংল্যান্ডের নেতা। কিন্তু সেটাই কাল হল। অর্ধশতরানের ৩ রান দূরে থামেন। ১টি ছয়, ৫টি চারের সাহায্যে ৫৪ বলে ৪৭ রানে বোল্ড হন। এবারও সেই বুমরা। একদিন আগেই ভারতীয় পেসার জানিয়েছিলেন, ইংল্যান্ডের বাজবল তাঁকে উইকেট পেতে সাহায্য করবে। কথা রাখলেন।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কলকাতায় খেলার অধরা স্বপ্ন কোচ হিসেবে মেটাতে চান ভারতের ডেভিড বেকহ্যাম...
কলকাতায় খেলার অধরা স্বপ্ন কোচ হিসেবে মেটাতে চান ভারতের ডেভিড বেকহ্যাম...
কলকাতায় খেলার অধরা স্বপ্ন কোচ হিসেবে মেটাতে চান ভারতের ডেভিড বেকহ্যাম...
পারথে লড়াই বোলারে বোলারে, ভারতীয় বোলিংয়ের সামনে কাবু অস্ট্রেলিয়া, একদিনে পড়ল ১৭ উইকেট...
ধ্বংসলীলা চালাচ্ছেন ভারতীয় বোলাররা, পারথে কম রানেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলল ভারত...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি
এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...
পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...
মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...
ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...
কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...
টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...